
সিলেটের কোম্পানীগঞ্জে পাথর কোয়ারি খোলার দাবিতে গণঅনশন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় পাথর ব্যবসায়ী, শ্রমিক ও পরিবহন সংশ্লিষ্টরা। মঙ্গলবার (১ জুলাই) সকাল ১১ টা থেকে উপজেলার শহীদ মিনার চত্বরে কয়েক ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। গনঅনশন শেষ করে সিলেট কোম্পানীগঞ্জ মহাসড়কে গিয়ে আন্দোলনকারী কয়েকজন পর্যটকবাহী তিনটি কার গাড়িতে ভাংচুর চালায়।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান,গাড়িতে যারা হামলা করেছে তাদের দুইজনকে আটক করেছি।
পাথর উত্তোলন, স্টোন ক্রাশার এবং পাথর পরিবহনের ওপর সাম্প্রতিক নিষেধাজ্ঞার কারণে উপজেলার কয়েক হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছেন বলে দাবি করছেন আন্দোলনকারীরা। তারা বলছেন, নিষেধাজ্ঞা দীর্ঘস্থায়ী হলে পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে।
গণঅনশন কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, “বছরের পর বছর ধরে আমরা এখানকার পাথর নির্ভর করে জীবিকা নির্বাহ করে আসছি। হঠাৎ কোয়ারি বন্ধ করে দেওয়া হলে হাজারো শ্রমিক অনিশ্চয়তার মুখে পড়বে।”
তারা সরকারের কাছে অবিলম্বে কার্যকরী সমাধান ও পাথর উত্তোলনের বৈধ পথ সুগম করার দাবি জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী জয়নাল আবেদীন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক
মাহফুজ আহমেদ, এবং পাথর ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আঙ্গুল মিয়া প্রমুখ।
তাদের বক্তব্যে উঠে আসে—পাথর কোয়ারির সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিক, ট্রাকচালক, ব্যবসায়ী ও মালিকরা বর্তমানে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। অনতিবিলম্বে সরকারি পর্যায়ে আলোচনার মাধ্যমে একটি টেকসই ও মানবিক সমাধানের দাবিও জানান তারা।