• ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সুপ্রীম কোর্টের আদেশ লন্ঘন করে ধূপাগোল অ ভি যা ন, ৫০ কোটি টাকার ক্ষতি

sylhetcrimereport
প্রকাশিত এপ্রিল ২০, ২০২৫
সুপ্রীম কোর্টের আদেশ লন্ঘন করে ধূপাগোল অ ভি যা ন, ৫০ কোটি টাকার ক্ষতি

ছবি: নিজস্ব

সিলেটে সুপ্রীম কোর্টের স্থগিতাদেশ অগ্রাহ্য করে ক্রাশারমিল ভাংচুর ও ক্ষতিসাধনের গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (২০ এপ্রিল) সিলেটের জেলা প্রশাসক বরাবরে এ অভিযোগ দায়ের করা হয়।

সিলেট সদর উপজেলা এয়ারপোর্ট এলাকাধীন ধোপাগুল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নাছির উদ্দিন এ অভিযোগ করেন।

অভিযোগপত্র জানা যায়, সিলেট এয়ারপোট থানার ৩নং খাদিমনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ধোপাগুল মহালদিক আটকিয়ারি লালবাগ ছালিয়া এলাকায় পাথর ব্যবসায়ীদের বহু স্টোন ক্রাশার মিল রয়েছে। এসব মিলের মালিকগন বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করছেন। সিলেটের বিভিন্ন কোয়ারি থেকে পাথর উত্তোলন বন্ধ থাকায় তারা আমদানী করা বোল্ডার কিনে ব্যবসা করছিলেন। তাদের এই পাথর ব্যবসা বন্ধে হাইকোর্টে রিট পিটিশন ৭৫৫২/ ২০১৫ দাখিল করলে হাইকোর্ট পাথর ভাঙ্গার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেন।ব্যবসায়ীগন এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে মহামান্য সুপ্রীম কোর্টে সিভিল পিটিশন ৩৩২/২০১৭ দায়ের করলে সুপ্রীম কোর্ট হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত ঘোষণা করেন। মহামান্য সুপ্রীম কোর্টের স্থগিতাদেশের ভিত্তিতে ব্যবসায়ীগন তাদের ক্রাশার মিল ব্যবসা চালিয়ে আসছিলেন। সুপ্রীম কোর্টের আদেশ লংঘন করে গত ১৩ এপ্রিল জেলা কালেক্টরেট এর ম্যাজিস্ট্রেট সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকার সবকটি ক্রাশার মিল ভেঙ্গে ফেলেন। এতে ব্যবসায়ীদের প্রায় ৫০ কোটি টাকার ক্ষতিসাধন করা হয়।
আবেদনে দেশের সর্বোচ্চ আদালতের আদেশ লংঘন করে ব্যবসায়ীদের এহেন ক্ষতি সাধনের যথাযথ প্রতিকার দাবি করেন ব্যবসায়ীরা।

সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সংশ্লিষ্ট শাখা আবেদন প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছে।