• ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

কোম্পানিগঞ্জে তুচ্ছ ঘটনায় তিন গ্রামে চার ঘন্টার সংঘর্ষ অর্ধশতাধিক আহত

sylhetcrimereport
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২৪
কোম্পানিগঞ্জে তুচ্ছ ঘটনায় তিন গ্রামে চার ঘন্টার সংঘর্ষ অর্ধশতাধিক আহত

সিকারি প্রতিবেদক: সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির এক পর্যায়ে দুজনের মধ্যে মারামারি শুরু হয়। পরবর্তীতে সেটা তিন গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ে এবং ভাংচুর ও অগ্নিকানডের ও ঘটনা ঘটে। সংঘর্ষে অর্ধশতাধিক হতাহতের খবর পাওয়া যায়।

শনিবার সন্ধ্যা ৫টায় কোম্পানীগঞ্জ উপজেলার থানাবাজার সদর পয়েন্টে তুচ্ছ এক ঘটনাকে কেন্দ্র করে উপজেলার কাঁঠালবাড়ি, কোম্পানীগঞ্জ ও বর্ণি এলাকার লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

ঘটনায় রাত সাড়ে ৯টা পর্যন্ত ৫০ জন আহতে হয়ে কোম্পানীগঞ্জ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাক্তার কামরুজ্জামান রাসেল।

এসময় দোকান ভাংচুর ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। শনিবার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যর্থ হয়। পরে সেনাবাহিনীর একটি টিম আসলে পরিস্থিতি শান্ত হয়।

স্থানীয় সুত্রে জানা গেছে, বর্ণি গ্রামের এক ব্যক্তির সাথে কাঠাঁলবাড়ী গ্রামের এক ব্যক্তির সাথে তুচ্ছ একটা বিষয়ে তর্কাতর্কি হয়। এ ঘটনায় এক পক্ষের লোকজন বর্ণি সড়কে গাড়ি আটক করে। পরে থানা সদরের থানা বাজার নামক স্থানে একই ঘটনাকে কেন্দ্র করে কোম্পানীগঞ্জ গ্রাম ও কাঁঠালবাড়ী গ্রামের লোকজনের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় উপজেলা জুড়ে তৈরি হয় আতংক। স্থানীয় প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক এবং সালিসি ব্যাক্তিরাও পরিস্থিতি শান্ত করতে । দীর্ঘক্ষণ চলা এই  সংষর্ঘে অন্তত ২০ জন আহত হয়। পরে সেনাবাহিনী এসে নিয়ন্ত্রণ করে।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, এখন ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী অবস্থান করছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।