
সিলেটের কোম্পানীগঞ্জে পাথর কোয়ারী চালুর দাবিতে আয়োজিত কর্মসূচি থেকে আন্দোলনকারীরা সিলেট-ভোলাগঞ্জ সড়কের থানাবাজার এলাকায় যানবাহন ভাঙচুরের ঘটনায় পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে।
এর আগে বুধবার রাতে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বাদী হয়ে ভাঙচুরের জন্য পুলিশ ৯ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরোও ৩০-৪০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আটককৃত আবদুল হামিদ ও মদরিছ মিয়া নামের দুজনকে গ্রেফতার দেখানো হয়।
জানা যায়, মঙ্গলবার (১ জুলাই) দুপুরে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ আঞ্চলিক মহাসড়কের থানাবাজার এলাকায় সিলেট জেলা পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে পাথর কোয়ারী ইজারা দিয়ে চালুর দাবিতে গণঅনশন অনুষ্ঠিত হয়। কর্মসূচির শেষ দিকে বিক্ষোভকারীদের একটি অংশ ইট-পাটকেল নিক্ষেপ এবং লাঠি দিয়ে যানবাহন ভাঙচুর শুরু করেন। এসময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবদুল হামিদ ও মদরিছ মিয়া নামের দুজনকে আটক করে। পরদিন বুধবার দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ জানান, ‘ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।