• ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ভূমিদস্যু ও জাল দলিল চক্রে র হোতা আহবাব আনসারী গ্রেফতার

sylhetcrimereport
প্রকাশিত মার্চ ৩০, ২০২৫
ভূমিদস্যু ও জাল দলিল চক্রে র হোতা আহবাব আনসারী গ্রেফতার

সিকারি ডেস্ক:: সিলেটে জাল দলিল তৈরি ও ভূমিদস্যু চক্রের মূলহোতা আবু আহবাব আনসারীকে (৪৮) গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ। তিনি নগরীর দাড়িয়াপাড়া এলাকার মেঘনা এ/১ বাসার কামিনী মোহনের ছেলে।

গত শুক্রবার (২৮ মার্চ) নগরীর হাওয়াপাড়া থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পরে গতকাল শনিবার (২৯ মার্চ) দুপুরে তাকে সিলেট বিভাগীয় স্পেশাল আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর জন্য পুলিশকে নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, মৌরসী সূত্রে মালিক প্রবাসী শাহিন শাহ আলম চৌধুরীর ৫৪ একর ভূমি (মমিনখলা মৌজা) ভিন্ন ভিন্ন সময়ে ভূমিদস্যু আবু আহবাব আনসারী ও তার সহযোগীরা মিলে আত্মসাৎ করেন। একপর্যায়ে তারা সেই জমির জাল দলিল তৈরি করে জমি মামলার ৫ নম্বর আসামী রূপায়ন ডেভেলপমেন্ট কোম্পানির কর্ণধার কেএএস ইমরানের কাছে বিক্রি করেন। এ কাজে তাদের সহযোগিতা করেন মামলার ৪ নম্বর আসামী সিলেট সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখক মুক্তাবিদুন নূর।

এজাহার সূত্রে জানা যায়, বাদী সিলেট সাব রেজিস্ট্রার অফিসে খোঁজ নিয়ে জানতে পারেন দলিল লেখক মুক্তাবিদুন নূরের যোগসাজশে তারা জাল দলিল তৈরি করে স্বাক্ষর নকল করেন। এমনকি ভিন্ন ভিন্ন ব্যক্তিকে রেজিস্ট্রি অফিসে হাজির করেন। শাহিন শাহ আলম চৌধুরীর মা লুৎফুন্নেছা জীবিত থাকলেও তাকে মৃত দেখিয়ে জাল দলিলে জমি রেজিস্ট্রি করেন এবং বায়না সম্পাদন করেন।

এ ঘটনায় প্রতিকার চেয়ে বাদির স্বজন মাহবুবা খানম চৌধুরী চলতি বছরের ১৬ জানুয়ারি সিলেট কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ সেটিকে এজহার হিসেবে গণ্য করে মামলা রুজু করে। মামলা নং-৩৬

মামলার অন্য আসামিরা হলেন-সিলেটের দক্ষিণ সুরমা থানার মমিনখলা একাকার সারওয়ার পাটোয়ারীর ছেলে জাকির পাটোয়ারী (৪৫), একই এলাকার শামীম পাটোয়ারীর ছেলে নাঈম পাটোয়ারী (৪৩), সিলেট সাবরেজিস্টার অফিসের দলিল লেখক মুক্তাবিদুন নূর, ঢাকার মহাখালী এলাকার কে এস ইকবালের ছেলে রূপায়ন ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ডিজিএস কে এ এস ইমরান (৩৭), একই এলাকার আব্দুর রহমান ভূইয়ার ছেলে মো. এনামুল হক (৪১), মৃত এ আর হাবিব উল্লাহর ছেলে শাহ আরিফ বিন হাবিব (৪৩),

এদিকে, অভিযোগ আমলে নিয়ে আসামিদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালায়। একপর্যায়ে গত শুক্রবার গোপন সূত্রের ভিত্তিতে নগরীর হাওয়াপাড়া এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আবু আহবাব আনসারীকে পুলিশ গ্রেফতার করে।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. আনোয়ারুল ইসলাম পাঠান জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় প্রধান অভিযুক্ত আবু আহবাব আনসারীকে তারা বাসা থেকে পুলিশ গ্রেফতার করেছে। এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাল দলিল তৈরির সত্যতা স্বীকারও করেন তিনি।

এ বিষয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার আবু আহবাব আনসারী জাল দলিলের বিষয়টি স্বীকার করেছেন। পরে তাকে যথাযথ নিয়ম অনুসরণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। বকিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।