• ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সিলেটে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত শাহী ঈদগাহ্’ এ অনুষ্ঠিত 

sylhetcrimereport
প্রকাশিত মার্চ ৩১, ২০২৫
সিলেটে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত শাহী ঈদগাহ্’ এ অনুষ্ঠিত 
নিজস্ব প্রতিবেদক: একমাস সিয়াম সাধনার পর লাখো মুসল্লীর অংশগ্রহণে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এই জামাতে সিলেট মহানগরী ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে ধর্মপ্রাণ মুসলমানেরা অংশগ্রহণ করেন।
সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহতে  ঈদের জামায়াতে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুশতাক আহমদ খাঁন। এর আগে নসিহত করবেন একই মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা কামাল উদ্দিন। নমাজ শেষে মোনাজাত পরিচালনা করেন বরুণার শেখ মাওলানা রশিদুর রহমান ফারুক।
 নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালিত হয়। এতে হাজারো মুসল্লীর অংশগ্রহণে মোনাজাতের দৃশ্য ছিল আবেগঘন। মোনাজাতে মুসল্লীরা অশ্রুসজল হয়ে প্রার্থনা করেন।
ঈদের প্রধান জামাতে অংশ নেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান। শাহী ঈদগাহ ময়দানে সকাল থেকেই মুসল্লীদের ঢল নামে, আর নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়।
ঈদের নামাজ শেষে মুসল্লীরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে এত বড় জমায়েত এক আবেগঘন পরিবেশ তৈরি করে, যা মুসলমানদের মাঝে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।
এছাড়াও দরগাহে হযরত শাহজালাল (রহ.) মাজার জামে মসজিদে ঈদের জামায়াত সকাল সাড়ে ৮টায়, বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় ও তৃতীয় জামাত সকাল সাড়ে ৯টায়, সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের জামায়াত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।