
নিজস্ব প্রতিবেদক:: সিলেট সদর উপজেলার ধুপাগোলে গড়ে উঠা ক্রাশার মেশিন সিলেট জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নিয়ে বিএনপি’র চেয়ারপার্সন এর উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, এখানে হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থানের জায়গা, ধুপাগোলে গড়ে উঠা পাথর জোন ভাঙতে হলে আমাদেরকে অনেক দিক নিয়ে চিন্তা করতে হবে। কারণ এমনিতেই সিলেটে কর্মসংস্থানের সুযোগ কম, যদি এই পাথর মিল গুলো উচ্ছেদ করা হয় তাহলে হাজার হাজার শ্রমিক ও ব্যবসায়ী বেকার হয়ে পড়বে। তখন তাদের পরিবার চালাতে সমস্যায় পড়বে। আমি সিলেটের জেলা প্রশাসকের সাথে কথা বলে ধুপাগোল উচ্ছেদ অভিযান ২৭ তারিখ পর্যন্ত স্থগিত রেখেছি।
এই বিষয় নিয়ে আমি ২/৩ দিনের মধ্যে সিলেটের সকল রাজনৈতিক দলের সাথে বসবো, তারপর রাজনৈতিক দলের সিদ্ধান্ত মোতাবেক প্রশাসনের সাথে এ বিষয়টি নিয়ে সমাধানের লক্ষ্যে আলোচনায় বসবো।
ধুপাগুল পাথর মিলগুলো উচ্ছেদ করতে হলে আগে ব্যবসায়ীদের নোটিশ দিন। কোনো অস্থাতেই নোটিশের আগে উচ্ছেদ নয় বলে তিনি জানান।
রোববার (২০ এপ্রিল) বিকেল ৪ টায় ধুপাগুল শহীদ মিনার পয়েন্টে সিলেট জেলা প্রশাসন কতৃক ধোপাগোল স্টোন ক্রাশার মিল উচ্ছেদের প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী, পাথর মিল মালিক ও শ্রমিকদের সমন্বয়ে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ধুপাগুল স্টোন ক্রাশার মালিক সমিতির সাবেক সভাপতি সামছুল আলমের সভাপতিত্বে ও সিলেট সদর উপজেলা বিএনপি’র নির্বাহী সদস্য মো. মামুন আল রশিদের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপি’র সহ-সভাপতি শাহ জামাল নুরুল হুদা, সিলেট সদর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক জৈন উদ্দিন, খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপি’র সাবেক সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মো. দিলোয়ার হোসেন, সিলেট জেলা ট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া, সিলেট জেলা ট্রাক পিকআপ মালিক সমিতির সভাপতি আব্দুস সালাম, খাদিমনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার ও জামায়াত নেতা নাজিম উদ্দীন ইমরান, ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার দিলোয়ার হোসেন দিলু, সিলেট জেলা ট্রাক পিকআপ মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নাজির আহমদ স্বপন, ধুপাগুল স্টোন ক্রাশার মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সালেহ আহমদ শাহনাজ, সিলেট সদর উপজেলা বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ, সিলেট জেলা ট্রাক কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি আরফান আলী, খাদিমনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মন্তাজ আলী, জামায়াতের সভাপতি মুহিবুর রহমান সুলেমান, জামায়াত নেতা জয়নুল হক, সিলেট জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক আবু সাঈদ শাহীন, সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেহান আহমদ কামরান।
এ সময় উপস্থিত ছিলেন, খাদিমনগর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আব্দুল গফুর, ধুপাগুল গ্রামের বিশিষ্ট মুরব্বী সৈয়দ জয়নাল আবেদীন, শানুর মিয়া, সিলেট জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক নুরল ইসলাম, সিলেট জেলা যুবদল নেতা মোজাম্মেল আলম সাদ্দাম, আব্দুল হক, সিদ্দিকুর রহমান, আনছার আলী, শামীম আহমদ, আবজল হোসেন, সিলেট স্বেচ্ছাসেবক দল নেতা হাফিজুর রহমান, আনোয়ার হোসেন, নুর মিয়া, এয়ারপোর্ট থানা শ্রমিক দলের আহবায়ক আব্দুল মোমিন,
সিলেট মহানগর জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভূইয়া, আজাদ আহমদ, ধুপাগুল পাথর ব্যবসায়ী আব্দুল আহাদ, মামুন আহমদ, হাবিব, বিশিষ্ট মুরব্বি মতছির আলী, আতাউর রহমান, কামাল আহমদ, নিজাম উদ্দিন, মুহিবুর রহমান, সাইদুর রহমান, খাদিমনগর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রানা আহমদ, সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমদ প্রমুখ। সমাবেশ শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, শেখ মো. আরাফাত রশিদ।