• ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সিলেটে নিজ দলের নেতাকর্মীদের হাতে বিএনপি নেতাকে কুপিয়ে হ ত্যা র চেষ্টার অভিযোগ

sylhetcrimereport
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২৫
সিলেটে নিজ দলের নেতাকর্মীদের হাতে বিএনপি নেতাকে কুপিয়ে হ ত্যা র চেষ্টার অভিযোগ

সিকারি ডেস্ক:: সিলেটের দক্ষিণ সুরমায় রিপল আহমদ (৪২) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে জখম করেছেন দুর্বৃত্তরা।

রোববার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সিলাম পয়েন্টে তার অফিসের সামনে তাকে কুপিয়ে জখম করা হয়।

গুরুতর আহত রিপল আহমদ উপজেলার সিলাম ইউনিয়নের মুক্তিযোদ্ধা শমেসের আলীর ছেলে। তিনি দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাজনীতির পাশাপাশি গাছ ও কাঠের ব্যবসা করতেন রিপল। রাতে তিনি নিজের অফিসের সামনে বসেছিলেন। এমন সময় ৫০/৬০ জনের একদল দুর্বৃত্ত এসে লোহার রড ও পাইপ দিয়ে পিটিয়ে তার বাম পা ভেঙে দেন এবং এলোপাতাড়ি কুপিয়ে জখম করে মৃত ভেভে ফেলে রেখে যান। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতাল সূত্র জানায়, রিপলের মাথায় ও হাতে ধারালো অস্ত্র দিয়ে বেশ কয়েকটি কোপ দেওয়া হয়েছে, বাম পা ভেঙে দেওয়া হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে হাড় ফেটে গেছে।

স্থানীয়রা জানান, বিএনপির প্রতিপক্ষ গ্রুপের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন। তাদের বেশ কয়েকজনকে তারা চিনতে পেরেছেন।

আহত রিপল আহমদের ছোট ভাই খোকন আহমদ বলেন, আমার ভাই হামলার শিকার হয়েছেন শুনে ঘটনাস্থলে গিয়ে তাকে পাইনি। এর আগেই আমার ভাইকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। হাসপাতালে গিয়ে ভাইয়ের অবস্থা গুরুতর দেখতে পাই। তবে বিষয়টি এখনো পুলিশকে জানানো হয়নি।

এ বিষয়ে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।