• ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

সাদাপাথরে লু*টপাট : বিএনপি নেতার পদ স্থগিত

sylhetcrimereport
প্রকাশিত আগস্ট ১২, ২০২৫
সাদাপাথরে লু*টপাট : বিএনপি নেতার পদ স্থগিত

সংগৃহিত

সিকারি ডেস্ক::  সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর থেকে পাথর লুটপাটের ঘটনায় অভিযুক্ত উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের পদ স্থগিত করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে এই পদ স্থগিতের কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, চাঁদাবাজি, দখলবাজিসহ বিএনপির আদর্শ ও নীতি পরিপন্থি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের সকল পদ স্থগিত করা হয়েছে।

আরও বলা হয়, তার স্থলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

এ বিষয়ে জানার জন্য সাহাব উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই সিলেটের অন্যান্য পাথর কোয়ারির মতো সাদাপাথরেও শুরু হয় ব্যাপক লুটপাট। আর এ লুটপাটে বিএনপি নেতাদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।

পর্যটনকেন্দ্র সাদাপাথর হিসেবে পরিচিত ধলাই নদের উৎসমুখে বিপুল পরিমাণ পাথর জমা হয়েছিল। লাগামহীন লুটপাটের কারণে ক্ষত-বিক্ষত হয়েছে দেশের অন্যতম জনপ্রিয় এ পর্যটনকেন্দ্র। দিনের বেলা প্রকাশ্যে সেই সব পাথর নৌকায় করে লুট করা শুরু হয়। এখনও প্রতিদিন শত শত নৌকা দিয়ে লুটের পাথর পরিবহন করা হচ্ছে।

সাদাপাথরে লুটপাটে প্রথম থেকেই স্থানীয় বিএনপি নেতা সাহাব উদ্দিনের নাম উঠে আসে। তবে এতদিন বিএনপি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। গত দুইদিন ধরে সাদাপাথরে লুটপাটের বিভিন্ন ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। এরপর রোববার রাতে সাহাব উদ্দিনের পদ স্থগিতের তথ্য জানায় বিএনপি।