• ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ক্বিন ব্রিজে যুবক খু*ন: প্রধান আ*সামি গ্রে*প্তার

sylhetcrimereport
প্রকাশিত আগস্ট ১২, ২০২৫
ক্বিন ব্রিজে যুবক খু*ন: প্রধান আ*সামি গ্রে*প্তার

সংগৃহিত

সিকারি ডেস্ক::  সিলেটের মহানগরীর ক্বিন ব্রিজ এলাকায় ছুরিকাঘাতে যুবক ডালিম মিয়া হত্যার প্রধান আসামি শেখ মনির ওরফে কালা মনিরকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

র‌্যাব জানায়, নিহত ডালিম মিয়া বিবাদীদের পূর্বপরিচিত ছিলেন। বিবাদীরা চোর-ছিনতাইকারী চক্রের সদস্য এবং প্রায়ই তাকে অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত করার চেষ্টা করত। গত ৭ আগস্ট রাতে ক্বিন ব্রিজ এলাকায় অপরাধ কার্যক্রমে যোগ দিতে অস্বীকৃতি জানালে এবং পুলিশকে জানানোর হুমকি দিলে বিবাদীরা তাকে অতর্কিতভাবে আক্রমণ করে। এ সময় কালা মনির তার বাম পায়ের উরুতে ছুরিকাঘাত করে এবং অন্যরা ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে।

স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত ডালিমকে সিলেট এমএজি ওসমানই মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরদিন ৮ আগস্ট দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের মা সিলেট কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে গোলাপগঞ্জের হেতিমগঞ্জ কতলাপুর দক্ষিণ পাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি কালা মনিরকে গ্রেপ্তার করে র‌্যাব-৯। পরে তাকে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।