• ২১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

জৈন্তাপুরে সড়ক দু*র্ঘটনায় যুবক নি*হত

sylhetcrimereport
প্রকাশিত জুলাই ১৮, ২০২৫
জৈন্তাপুরে সড়ক দু*র্ঘটনায় যুবক নি*হত

সংগৃহিত

সিকারি ডেস্ক:: সিলেটের জৈন্তাপুর উপজেলায় সিলেট-তামাবিল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক যুবক।নিহত যুবকের নাম সাইদ হোসেন ফাহিম (১৯)। তিনি জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের ডেমা গ্রামের বাসিন্দা দুবাই প্রবাসী বদরুল ইসলামের পুত্র।

তামাবিল হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে ফাহিম মোটরসাইকেলযোগে দরবস্ত বাজার থেকে নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে সিলেট-তামাবিল মহাসড়কের শ্রীখেল ভাবনা জামে মসজিদ সংলগ্ন স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় তার মোটরসাইকেল। এতে ফাহিম গুরুতর আহত হন।

স্থানীয়রা ফাহিমকে উদ্ধার করে দ্রুত সিলেট নগরীর ইবনে সিনা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি পাওয়া যায়নি।

তিনি জানান, হাইওয়ে পুলিশ ইতোমধ্যে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।