
সিকারি ডেস্ক:: সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন ধুপাগুল এলাকায় অভিযান চালিয়ে ১৪০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
শুক্রবার (১৯ জুলাই) সকাল ৭টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল মাদকবিরোধী এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. ইমন আহমদ (২৫), পিতা মো. ইরন মিয়া, ঠিকানা টুকের বাজার (টুকেরগাঁও), এবং মো. ইউসুফ আহমেদ রুহেল (২৪), পিতা মৃত আ. মুছাব্বির, ঠিকানা পীরপুর। উভয়েই সিলেট মহানগরীর জালালাবাদ থানা এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে মোট ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী এয়ারপোর্ট থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং জব্দকৃত আলামতসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।