• ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

“সিলেটে হোটেল গ্র্যান্ড মাফিতে ডিবির অভি*যান, আ ট ক ১২”

sylhetcrimereport
প্রকাশিত আগস্ট ১২, ২০২৫
“সিলেটে হোটেল গ্র্যান্ড মাফিতে ডিবির অভি*যান, আ ট ক ১২”

সংগৃহিত

সিকারি ডেস্ক::   সিলেট নগরীর পূর্ব মিরাবাজারের গ্রান্ড মাফি হোটেল এন্ড সুইটসে পৃথক দু’টি অভিযান চালিয়ে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ১২ নারী-পুরুষকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার বেলা ২টা ও বিকেল ৪টায় পৃথক অভিযান চালায় হোটেলটির বিভিন্ন কক্ষে।

এ সময় চয়ন দেব (২২),  ছাহির আলী সামী (২২), ইমরান খান (২৫), তৃষা ভট্টাচার্য (২০), ৫ সুমাইয়া বেগম (২০), মাহিয়া সুলতানা মেহেদী (১৮), সৈয়দ রিয়াদ আহম্মদ (২৩), হোটেলের ম্যানেজার রাতুল দাস (২৪), সম্পা বেগম (২৭), জান্নাতুল ফেরদৌসি জয়া (২৭), রারিয়া খানম (২৫) ও মোরছানা আক্তার (২৬) গ্রেফতার করা হয়।

বিষয়টি সোমবার রাতে নিশ্চিত করেছেন এসএমপি’র অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।