• ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

গাড়ি পার্কিংয়ে সন্দেহজনক ঘোরাফেরা, বক্করের সঙ্গে যা ঘটল

sylhetcrimereport
প্রকাশিত আগস্ট ১৪, ২০২৫
গাড়ি পার্কিংয়ে সন্দেহজনক ঘোরাফেরা, বক্করের সঙ্গে যা ঘটল

সিকারি ডেস্ক:: সিলেট মহানগরীর মজুমদারী এলাকার একটি পার্কিং থেকে ৫৭৬ পিস ইয়াবা বড়িসহ মাদক ব্যবসায়ী আবু বক্করকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানা পুলিশ। সে গোয়াইনঘাট থানার বুগলকান্দি এলাকার হাফিজ নজরুল ইসলামের ছেলে।

বুধবার (১৩ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বুধবার রাত আনুমানিক ১০টার দিকে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন মজুমদারীস্থ সিএনজি স্ট্যান্ডের পার্কিং এর সামনে পাকা রাস্তার উপর হতে স্থানীয় লোকজনদের সহায়তায় মাদক ব্যবসায়ী আবু বক্কর (২৪)-কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫৭৬ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৩, তাং-১৪/০৭/২০২৫খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক)/৪১ রুজু হয়।

সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘সিলেট মহানগরীর মজুমদারী এলাকার একটি পার্কিং থেকে ৫৭৬ পিস ইয়াবা বড়িসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৩, তাং-১৪/০৭/২০২৫খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক)/৪১ রুজু হয়। আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’