
সিকারি ডেস্ক:: সিলেট অনলাইন প্রেসক্লাব একযুগে পদার্পণ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য আনন্দ উৎসবটি রূপ নেয় সুধিজনদের এক বিশাল মিলনমেলায়। মঙ্গলবার দুপুরে ক্লাবের নিজস্ব মিলনায়ন “ড. রাগীব আলী মিলনায়নে” অনুষ্ঠিত এই আয়োজনে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের নেতা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলীমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত আইজিপি ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম (পিপিএম সেবা), পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, জেলা প্রশাসনের প্রতিনিধি পদ্মাসন সিংহ, সিলেট রেঞ্জের ডিআইজির প্রতিনিধি মো. আমিনুল ইসলাম, ডিসি (উত্তর) সজীব খান, ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত এবং তথ্য অফিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম।
রাজনৈতিক অঙ্গন থেকে
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী, জামায়াত, এনসিপি, ইসলামি আন্দোলন, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
পেশাজীবী ও গণমাধ্যম প্রতিনিধিরা
এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী নেতা এমাদ উল্লাহ শহীদুল্লাহ্ শাহীন, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন, কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন, সিনিয়র সাংবাদিক আফতাব চৌধুরী, ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে সিলেট রেঞ্জের ডিআইজি মুশফেকুর রহমান প্রেসক্লাব সদস্যদের জন্য কেক উপহার পাঠান। প্রেসক্লাবের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। দৈনিক সিলেট মিররের প্রকাশক ও বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী ক্লাবকে একটি কম্পিউটার উপহার দেন।
ক্লাব নেতৃবৃন্দ ও সদস্যদের অংশগ্রহণ
অনুষ্ঠানে ক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুল মুহিত দিদার, সহ সভাপতি জহিরুল ইসলাম মিশু, সহ সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি, কোষাধ্যক্ষ তাওহীদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আফরোজ খান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. কামাল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ এবং কার্যকরী সদস্য শহীদুর রহমান জুয়েল ও মোঃ আব্দুল হাছিব অতিথিদের স্বাগত জানান।
এছাড়া, ক্লাবের একাধিক সদস্য, সাংবাদিক, শিক্ষক, সামাজিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী এবং শিক্ষার্থীরা এই আয়োজনে অংশগ্রহণ করেন।
প্রতিপাদ্য ও উদ্দেশ্য
এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য ছিল—‘বিশ্বজুড়ে অনলাইনের জয়, অগ্রগতির যাত্রায় বৈষম্য নয়’। বক্তব্যে অতিথিরা অনলাইন গণমাধ্যমের অগ্রযাত্রা, স্বাধীন সাংবাদিকতা ও তথ্য প্রযুক্তি ব্যবহারে ইতিবাচক দিক তুলে ধরেন এবং প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।