• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

হাসপাতালে ভু য়া ডাক্তার সেজে প্র তা র ণা, যুবক গ্রে প্তা র

sylhetcrimereport
প্রকাশিত জুলাই ৭, ২০২৫
হাসপাতালে ভু য়া ডাক্তার সেজে প্র তা র ণা, যুবক গ্রে প্তা র

সংগৃহিত

সিকারি ডেস্ক::যশোর জেনারেল হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে আব্দুর রহমান রাকিব (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (৭ জুলাই) দুপুরে হাসপাতাল চত্বর থেকে তাকে আটক করা হয়।

আব্দুর রহমান রাকিব যশোর শহরের শংকরপুর এলাকার মুজিবুর রহমানের ছেলে।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে বলেন, রাকিব নিজেকে ইন্টার্ন চিকিৎসক পরিচয় দিয়ে নানা ধরনের প্রতারণা করে আসছিলেন

প্রায় ১০-১৫ দিন আগে পুরাতন কসবা কাঁঠালতলা এলাকার এক নারীর কাছ থেকে তিনি অর্থ হাতিয়ে নেন। সোমবারও একই কায়দায় চিকিৎসাসেবার নামে প্রতারণা করার সময় বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করে হাতেনাতে ধরা হয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাকিবকে নিজেদের হেফাজতে নিয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।