• ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

মাধবপুরে বিদেশী ম*দ সহ গ্রে ফ তা র ১

sylhetcrimereport
প্রকাশিত জুলাই ৮, ২০২৫
মাধবপুরে বিদেশী ম*দ সহ গ্রে ফ তা র ১

সংগৃহিত

সিকারি ডেস্ক:: মাধবপুর থানা পুলিশ ৬ বোতল ভারতীয় মদ সহ শাহজাহান মিয়া নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। সোমবার (৭ জুলাই) শাহজাহানপুর ইউনিয়নের ভান্ডারুয়া (জামালপুর) থেকে শাহজাহানকে গ্রেফতার করা হয়।গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাধবপুর থানার এসআই শাহনুর ভান্ডারুয়া থেকে শাহজাহান মিয়াকে গ্রেফতার করেন। শাহজাজান মিয়া ওই গ্রামের নানু মিয়ার ছেলে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা বিদেশী মদ সহ একজনকে আটকের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংস্লিষ্ট ধারায় মামলা রুজু পুর্বক আজ মঙ্গলবার(৮ জুলাই) গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।নব যোগদানকারী ওসি জানান মাদক নির্মূলে তিনি দৃঢ়প্রতিজ্ঞ।