
বিশ্বনাথে সরকারি কবরস্থান দখল করে ঘর নির্মাণ করার অভিযোগ ও আইন শৃঙ্খলা অবনতির শংকা উল্লেখ করে গ্রামবাসীর পক্ষে এক ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে আদালত শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ১৪৪ ধারা জারী আদেশ দিয়েছেন।
সিলেট জেলা ম্যাজিস্ট্রেট (অতিরিক্ত) আদালতে গত ৯ এপ্রিল বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ২নং ওয়ার্ডে ভোলাগঞ্জ গ্রামের মৃত আব্দুল মুতলিব এর ছেলে এস এম রফিক আহমদ বাদী হয়ে একি গ্রামের লিটন মিয়ার বিরুদ্ধে এই অভিযোগটি দায়ের করেন। বিশ্বনাথ বিবিধ অভিযোগ নং ৩১/২০২৫ ইং। অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট ১৫ এপ্রিল আদেশ জারী করেন। আদেশটি ১৬ এপ্রিল বিশ্বনাথ থানা ইনচার্জ ও এসিল্যান্ড বরাবরে ব্যবস্তা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া সরকারি ভুমি রক্ষণাবেক্ষণের জন্য বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ কে নির্দেশ দিয়েছেন আদালত।
আবেদনকারী এস এম রফিক আহমদ এর অভিযোগ পত্রের ভিত্তিতে জানা যায় সমস্ত গ্রামবাসী সরকারি খাস খতিয়ান ভুক্ত কবরস্থান রকম ভূমি সম্মিলিত ভাবে ব্যবহার করে আসছেন। কিন্তু অভিযুক্ত ২য়পক্ষ কবরস্থান দখল করে ঘর নির্মাণ শুরু করে । কবরস্থানের জায়গায় ঘর নির্মাণ না করতে বাধা দিলেও দখলকারীরা তা অব্যাহত রাখে। এ নিয়ে দুই পক্ষে উত্তেজনা বিরাজ করে। উত্তেজনা প্রসমনে রফিক আহমদ আইনগত পদক্ষেপ নিতে আদালতের দারস্থ হন।
আদালতের আদেশে অভিযোগকারী রফিক আহমদ সন্তোষ প্রকাশ করে বলেন, আদেশটি দ্রুত কার্যকর করা হবে আশা করি। ১৪৪ ধারা জারীর আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বারের বাদীপক্ষের বিজ্ঞ আইনজীবী এডভোকেট অঞ্জণ দে।