• ৩রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ফি  লি  স্তিনের সমর্থনে ও যুদ্ধ বন্ধের দাবিতে মার্চফর গা জা শিরোনামে বার্নেষ্টেবলে বিক্ষোভ মিছিল ও জনসভা

sylhetcrimereport
প্রকাশিত আগস্ট ৩, ২০২৫
ফি  লি  স্তিনের সমর্থনে ও যুদ্ধ বন্ধের দাবিতে মার্চফর গা জা শিরোনামে বার্নেষ্টেবলে বিক্ষোভ মিছিল ও জনসভা

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের অবসানের আহ্বান জানিয়ে মার্চফর গাজা ফি  লি  স্তিনের সমর্থনে ও যুদ্ধ বন্ধের দাবিতে মার্চফর গা জা শিরোনামে বার্নেষ্টেবলে বিক্ষোভ মিছিল ও জনসভা আজ শনিবার, ২ আগষ্ট সকাল ১১ঘটিকার সময় লন্ডনের বার্নেষ্টেবল মিউজিয়াম স্কোয়ারে ধর্মবর্ণ নির্মিশেষে কয়েক শত মানুষ জড়ো হন বক্তব্য রাখেন ইংলিশদের পাশাপাশী  বার্নেষ্টেবল বাংগালী কমিনিটি নেতা ও বার্নেষ্টেবল বার কাউন্সিলের সম্মানিত কাউন্সিলর, এবং বার্নেষ্টেবল জামে মসজিদ ও ইসলামিক কালচারাল সেন্টারের অন্যতম প্রতিষ্টাতা জনাব,আশরাফ শাহ,

জনাব শাহ তার বক্তব্যে বলেন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যা এক ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়েছে যা আজ বলতে বাদ্য হয়েছি, ফিলিস্তিন হচ্ছে আরদে মুকাদ্বাসা,( অর্থাৎ পবিত্র স্তান) যে খানে হাজার হাজার নবী রাসুল (দ:)শুয়ে আছেন। এই জমিন ফিলিস্তিনিদের, আমরা আশবাদী অচিরেই তারা তাদের পবিত্র ভুমির স্বাধীনতা ফিরে পাবে।

তিনি আর ও বলেন পৃথিবীর ইতিহাসে শিশু হত্যা প্রথম শুরু করেছিল ফেরাউন, আর এখন যারা নিষ্পাপ শিশু হত্যার কজে জড়িত এরা সবাই হচ্ছে সেই পাপিষ্ট ফেরাউনের উত্তরসুরী, আমরা অভিলম্বে গাযায় শিশু হত্যা সহ সবধরনের সন্ত্রাশী কর্মকান্ড বন্দের আহব্ববান জানাচ্ছি, এতে আর ও উপস্তিত ছিলেন বার্নেষ্টেবল কমিনিটির অন্যতম ব্যাক্তিত্ব জনাব গুলজার আহমেদ,
পাকিস্তানি বংশদ্বুত ডা: জাবেদ সহ আর অন্যান্যরা, পরে বার্নেষ্টেবল মিউজিয়ামের সামন থেকে এক বিশাল রেলিবের করা হয় রেলিটি বার্নেষ্টেবল মিউজিয়াম থেকে বার্নেষ্টেবল লাইব্রেরী পর্যন্ত প্রদক্ষিন করে, এতে সবাই হাতে ফিলিস্তিনি প্লেকার্ড বহন করে ফিলিস্তিনের পক্ষে ভিবিন্ন শ্লোগান দিতে থাকেন।  প্রেস বিজ্ঞপ্তি