
সিকারি ডেস্ক:: সিলেটের এয়ারপোর্ট থানাধীন বড়শালা বাইপাস সড়কে, সড়ক দুর্ঘটনায় ১ মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১ আগস্ট) দুপুর ২ দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো ১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহত ব্যাক্তির নাম মো. জিসান আহমদ (২৩) সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা।
অপর আহত যুবকের নাম হাসান (২৬) তার বাড়িও বিশ্বনাথ উপজেলায় বলে জানা যায়।
এ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ সৈয়দ আনিছুর রহমান। তিনি প্রথম সিলেটকে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন যুবক মারা যান। অপর আরোহী আহত যুবক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের দুজনের বাড়ি বিশ্বনাথ উপজেলায় বলে তিনি জানান।
দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলে এয়ারপোর্ট থানা এলাকার বাইপাস সড়কে একটি মোটরসাইকেল দুর্ঘটনা হয়েছে। এ ঘটনায় ১জন নিহত হয়েছেন। অপর একজন আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।
তিনি আরো জানান- ওই দুজন মোটরসাইকেলযোগে সাদাপাথর ঘুরতে যাচ্ছিলেন। যাওয়ার পথে বড়শালা বাইপাস এলাকায় সড়কের ডিভাইডারের সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই জিসান নামের যুবকটি মৃত্যুবরণ করেন।