• ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

সিলেটে চলতি মাসে ৪১ কোটি টাকার চো*রাই পণ্য জ*ব্দ

sylhetcrimereport
প্রকাশিত জুলাই ২৫, ২০২৫
সিলেটে চলতি মাসে ৪১ কোটি টাকার চো*রাই পণ্য জ*ব্দ

সিকারি ডেস্ক::  বিজিবি-৪৮ ব্যাটালিয়নের আওতাধীন সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে গত এক মাসে ৪১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে বলে জানা গেছে। এ তথ্য জানিয়েছেন ৪৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর নুরুল হুদা।

মেজর নুরুল হুদা জানান, সর্বশেষ সুনামগঞ্জ জেলার বাংলাবাজার এবং সিলেটের সংগ্রাম, উৎমা ও মিনাটিলা সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় সানগ্লাস, মাইফেয়ার ক্রিম, ক্লোপ জি ক্রিম, গরু, সুপারি, টমেটো ও চিনি জব্দ করা হয়েছে, যার বাজার মূল্য ৫ কোটি ১২ লাখ ৪১ হাজার টাকা।

বিজিবির উপ-অধিনায়ক আরও জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন এলাকা থেকে গত ১৮ জুলাই ৬ কোটি টাকার চোরাই পণ্য জব্দ করা হয়। এটাই চলতি মাসে জব্দ হওয়া সবচেয়ে বড় চালান।

এ ছাড়া ২ থেকে ২৩ জুলাই আরও ৮ কোটি টাকার পণ্য জব্দ করা হয়েছে। সব মিলিয়ে ১ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত প্রায় ৪১ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি।