
সিকারি ডেস্ক:: রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর এক খুদে বার্তায় জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান আজ দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং কিছুক্ষণের মধ্যেই উত্তরার দিয়াবাড়ি এলাকায় বিধ্বস্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দিয়াবাড়ির মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে হঠাৎ বিকট শব্দে বিমানটি আছড়ে পড়ে। বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কলেজ ক্যাম্পাসে তখন শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন, যার ফলে মুহূর্তেই চতুর্দিকে হুলস্থুল পরিস্থিতি তৈরি হয়।
তাৎক্ষণিকভাবে বিমান বিধ্বস্ত হওয়ার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছেন।
ঘটনার পর থেকে এলাকা ঘিরে রাখা হয়েছে এবং বিস্তারিত তথ্য জানাতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।