• ২২শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ধুপাগুলে আবারও পাজারো ও প্রাইভেটকার থেকে ১৪৬০ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ৫

sylhetcrimereport
প্রকাশিত জুলাই ২১, ২০২৫
ধুপাগুলে আবারও পাজারো ও প্রাইভেটকার থেকে ১৪৬০ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ৫

সিকারি ডেস্ক:: গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিলেটের একটি বিশেষ দল চেকপোস্ট অভিযান চালিয়ে ১৪৬০ বোতল বিদেশি মদসহ পাঁচজনকে গ্রেফতার করেছে।

সোমবার (২১ জুলাই) রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে এয়ারপোর্ট থানাধীন ধুপাগুল পয়েন্টে কোম্পানীগঞ্জ-সিলেট মহাসড়কে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে এ অভিযান পরিচালিত হয়। র‌্যাব-৯ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল ওই সময় দুটি গাড়ি—একটি সাদা প্রাইভেটকার ও একটি সাদা পাজারো জিপ থামানোর সংকেত দিলে গাড়ি থামিয়ে তাতে থাকা পাঁচজন ব্যক্তি পালানোর চেষ্টা করেন।

কৌশলে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সন্তোষজনক জবাব দিতে না পারায়, স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে গাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে পাজারো জিপের ভেতরে বিশেষভাবে রাখা ছোট ছোট প্লাস্টিকের ব্যাগ থেকে ১৪৬০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আমজাদ হোসেন (৩৬), নেত্রকোনা, মোঃ মুন্না (২৩), গাইবান্ধা, মোঃ সজিব (২৩), বরগুনা, রিপন (৩৩), সাভার, ঢাকা, মোঃ রুবেল (২৩), বরগুনা

উদ্ধারকৃত মদ, প্রাইভেটকার ও পাজারো জিপ জব্দ করে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।