
সিকারি ডেস্ক:: সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় সীমান্তবর্তী এলাকা গুয়াবাড়ী থেকে ভারতীয় ৪টি বাছুর গরু আটক করেছে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) একটি বিশেষ আভিযানিক টহল দল।
বিজিবি সূত্র জানায়, গত ১৪ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে গুয়াবাড়ী বিওপি’র টহল দল সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় গরুগুলো আটক করে। আটক বাছুর গরুগুলোর সিজার মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।
এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি’র গোয়েন্দা নজরদারিসহ অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা প্রস্তুত এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।