
সিকারি ডেস্ক:: সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের আরুবিল থেকে আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
বালাগঞ্জ থানা পুলিশ আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে স্থানীয় রশিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের আরুবিল থেকে এ লাশ উদ্ধার করেছে।
সংশ্লিষ্ট থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে স্থানীয় এলাকাবাসী কুশিয়ারা নদী সংলগ্ন একটি খালে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান। সংবাদ পেয়ে বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মো. ফরিদ উদ্দিন ভূইয়ার নেতৃত্বে একদল পুলিশ বিকাল সাড়ে ৫টার দিকে লাশ উদ্ধার করেন।
বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন ভূইয়া সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান মৃতদেহটি ময়না তদন্তের জন্য সন্ধ্যায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।