• ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সিলেটে সিগারেটের ধুঁয়া নিয়ে দুই দফায় সংঘর্ষ আটক ৩

sylhetcrimereport
প্রকাশিত মার্চ ২৫, ২০২৫
সিলেটে সিগারেটের ধুঁয়া নিয়ে দুই দফায় সংঘর্ষ আটক ৩

সিকারি ডেস্ক: সিলেটে সিগারেটের ধোঁয়া ছোড়া নিয়ে তুলাকালাম ঘটেছে। মারামারি ছড়িয়েছে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভেতর পর্যন্ত। সোমবার (২৪ মার্চ) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ৩ জনকে আটক করেছে কোতোয়ালি থানাপুলিশ।

জানা গেছে, সোমবার রাত সাড়ে ৯টার দিকে মহানগরের শাহী ঈদগাহ এলাকার সিলেট পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের পাশে একটি টং দোকানে কয়েকজন কিশোর ও তরুণ সিগারেট পান করছিলেন। এসময় সেখানে থাকা আরও কয়েকজনের অসুবিধা হলে তারা ধোঁয়া অন্যদিকে ছুড়তে বলেন। কিন্তু সিগারেট পানকারীরা সে অনুরোধ না রেখে উল্টো ক্ষিপ্ত হন। এ নিয়ে দুপক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়েন। এসময় ধোঁয়া ছুড়তে নিষেধকারী কয়েকজন  বেশ আহত হন।

পরে রাত ১১টার আহতরা এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এলে সেখানে হামলা করেন ধুমপানকারীরা। এসময় দুপক্ষের মাঝে আবারও মারামারি হয়। খবর পেয়ে কোতোয়ালি থানাপুলিশ গিয়ে ৩ জনকে আটক করে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল জানান- মারামারির সময় ৩ জনকে আটক করা হয়েছে। পরে বিস্তারিত বলা যাবে।