• ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে পোল্ট্রি ফার্ম: পরিবেশ রক্ষার দাবিতে স্মারকলিপি প্রদান

sylhetcrimereport
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২৫
বিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে পোল্ট্রি ফার্ম: পরিবেশ রক্ষার দাবিতে স্মারকলিপি প্রদান
সিকারি প্রতিবেদক:: সিলেটে দুইটি বিদ্যালয়ের পাশেই বাণিজ্যিক ভাবে গড়ে উঠেছে একটি পোল্ট্রি ফার্ম। ভয়াবহ বায়ু দূষণের কবলে ব্যাহত হচ্ছে পাঠদান। এজমা, চর্মরোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এলাকাবাসী। বারবার মৌখিক অভিযোগেও কর্ণপাত করেনি কর্তৃপক্ষ। নিরুপায় হয়ে ফার্মটি অপসারণের জন্য জেলা প্রশাসক বরাবর দুই শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকের স্বাক্ষরিত স্মারকলিপি প্রদান করা হয়।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে সিলেট জেলা প্রশাসক বরাবর সদর উপজেলার মহালদিক গ্রামের রহিমা ফরিদ কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা এ স্মারকলিপি প্রদান করে।
আবেদন সূত্রে জানা যায়, পোল্ট্রি ফার্ম স্থাপনে ভয়াবহ পরিবেশ দূষণের শিকার হচ্ছেন রহিমা ফরিদ কিন্ডারগার্টেন ও হাজী আব্দুছ ছামাদ মেমোরিয়্যাল একাডেমির শিক্ষার্থীরা। উপজেলার খাদিমনগর ইউনিয়নের মহালদিক গ্রামের পশ্চিমপাড়ায় পাশাপাশি ৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান রয়ছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়রনরত আছেন প্রায় সহস্রাধিক শিক্ষার্থী। কিন্তু প্রতিষ্ঠানের সম্মুখে স্থাপিত বাণিজ্যিক পোল্ট্রি খামার এম আর এগ্রো ফার্ম থেকে নিঃসৃত দুর্গন্ধে ছাত্র, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর অবস্থা নাজেহাল। শ্রেণীকক্ষে পাঠগ্রহণ কালে শিক্ষার্থীরা মাথাব্যথা, বমিভাব ও শ্বাসকষ্টের মতো জটিলতায় ভুগেন দূষিত বায়ুতে শ্বাস গ্রহণের ফলে। রহিমা ফরিদ কিন্ডারগার্টেন ও হাজী আব্দুছ ছামাদ মেমোরিয়্যাল একাডেমির শিক্ষকদের অভিযোগ তারা ফার্মের মালিক পক্ষকে দুর্গন্ধের বিষয়ে অবগত করলেও মালিকপক্ষ কার্যত কোন ভূমিকা নেয় নি। অতঃপর ফার্মটি অপসারণের লক্ষ্যে যথাযথ পদক্ষেপের দাবি নিয়ে রহিমা ফরিদ কিন্ডারগার্টেনের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর পক্ষে একটি স্মারকলিপি জমাদান করা হয় জেলা প্রশাসক বরাবর।