• ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

যুক্তরাজ্যের প্রবাসীদের বিনিয়োগে টানতে হাই টেক পার্ক মেলা জুনে: আইসিটি সচিব

sylhetcrimereport
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২৫
যুক্তরাজ্যের প্রবাসীদের বিনিয়োগে টানতে হাই টেক পার্ক মেলা জুনে: আইসিটি সচিব

নিজস্ব প্রতিবেদক:: সিলেটসহ দেশে গড়ে তুলা হাই টেক পার্কে যুক্তরাজ্যের প্রবাসীদের বিনিয়োগে আকৃষ্ট করার উদ্দেশ্য নিয়ে জুন মাসে যুক্তরাজ্যে হাই টেক পার্ক মেলা আয়োজন করা হয়েছে।

সিলেট হাই-টেক পার্কে বিনিয়োগে আকৃষ্টকরণ বিষয়ক মতবিনিময় সভা এ তথ্য জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে সিলেট সার্কিট হাউসে জেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আমিরুল ইসলাম, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্পের পরিচালক মো. আবু নাছের।

সভায় ব্যবসায়ীরা জানান, হাই-টেক পার্কে প্লট দলিল করে না দেয়ার ফলে ব্যাংক ঋণ পাওয়া যাচ্ছে না।

বাংলাদেশ হাই টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আমিরুল ইসলাম জানান, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কর্তৃপক্ষের আলাপ হয়েছে এই সমস্যার শিগগিরই সমাধান হবে।

তিনি জানান, দ্রুত সময়ের মধ্য সিলেটসহ তিনটি হাই-টেক পার্ক হস্তান্তর করা হবে।

সভায় সিলেট চেম্বার, মেট্রোপলিটন চেম্বারসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।