• ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে উত্তাল সিলেট

sylhetcrimereport
প্রকাশিত এপ্রিল ৮, ২০২৫
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে উত্তাল সিলেট

নিজস্ব প্রতিবেদক:: ফিলিস্তিনে ইসরাইলের চলমান বর্বর গণহত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠে সিলেট নগরী। ফিলিস্তিন ইস্যুতে বৈশ্বিক ধর্মঘটে সংহতি জানিয়ে সিলেটে দিনভর বিক্ষোভ ও সমাবেশ করে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও প্রতিষ্ঠান। একইসাথে ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে ইসরাইলি পণ্য বর্জনের ডাক দিয়ে বিক্ষোভে নেমেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বিক্ষোভ শেষে শেষে নগরীর কেএফসি, বাটা, ডোমিনো সহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে।

সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিক্ষোভ মিছিল করে নার্সিং কলেজের শিক্ষার্থীরা।

পরে একই দাবিতে মানববন্ধন করে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ও বিভিন্ন মোবাইল কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরা।

এদিকে বাদ জোহর নগরীর বন্দরবাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে তালামীযে ইসলামীয়া।

এছাড়া ছাত্র-জনতা, তৌহিদী জনতা, বিভিন্ন ইসলামিক দল, সামাজিক সংগঠনের উদ্যোগে পৃথক বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর চৌহাট্টা পয়েন্টে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করা হয়। এ সময় পুরো চৌহাট্টা পয়েন্ট লোকে লোকারণ্য হয়ে পড়ে। ফলে যান-চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকেল ৪টার পর যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে বাদ আসর নগরীর কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয় সিলেট মহানগর জামায়াত। মিছিলটি নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে আম্বরখানা পয়েন্টে গিয়ে শেষ হয়।

পৃথক বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন, ‘ফিলিস্তিনে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরাইল যে ধ্বংসযজ্ঞ ও গণহত্যা চালাচ্ছে তা ইতিহাসের অন্যতম নিকৃষ্ট মানবাধিকার লঙ্ঘন। এ পরিস্থিতিতে জাতিসঙ্ঘ, ওআইসি ও আরব লীগের নীরব ভূমিকা অত্যন্ত হতাশাজনক।’

এদিকে মিছিলে ইসরাইলি বর্বরোচিত হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেয় বিক্ষুব্ধ জনতারা।

উল্লেখ্য, ‘দ্যা ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষের সাথে একাত্মতা পোষণ করে সিলেটের মানুষও ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে রাস্তায় নামে।