
সিকারি ডেস্ক:: গনহত্যার শিকার ফিলিস্তিনের নিরীহ জনগনের প্রতি সংহতি প্রকাশ ও বর্বর দখলদার ইসরাইলের প্রতি তীব্র নিন্দা প্রকাশ করে মানববন্ধন করেছে হাজী আব্দুছ ছামাদ মেমোরিয়্যাল একাডেমী পরিবার ও এলাকাবাসী।
রবিবার (১৩ই এপ্রিল) স্কুলের প্রধান ফটকে অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সাবেক বর্তমান শিক্ষার্থী ও এলাকার সর্বসাধারণগন।
অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্যকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ ফখর উদ্দিন বলেন, ফিলিস্তিনের জনগন তাদের নিজ পিতৃভূমিতে গণহত্যা ও দখলদারিত্বের শিকার। অবিলম্বে এই গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের মতো ঘৃণ্য কাজ বন্ধ করতে হবে। এতে আরও বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক জনাব মোঃ সোলায়মান, সিনিয়র সহকারী শিক্ষক জনাব মোঃ হেলাল আহমদ, সহকারী শিক্ষক জনাব শাহিন আহমদ, অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাফিজ মাওলানা তরিকুল ইসলাম মুন্না, হযরত উমর (রা.) ইসলামিয়া আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা হাফিজুর রহমান। এতে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও দাতা সদস্য জনাব মোঃ সালাউদ্দিন, রহিমা ফরিদ কিন্ডারগার্টেনের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মোঃ আব্দুল আহাদ, নাঈমা লতিফিয়া সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সহ-সভাপতি জনাব মোঃ শামীম আহমদ, রহিমা ফরিদ কিন্ডারগার্টেনের শিক্ষক জনাব মোঃ রুবেল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি: