
বিশেষ প্রতিবেদক।।
জকিগঞ্জে ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ নীরব দর্শক। ভয়ঙ্কর এই চিত্রে ক্ষোভ আর আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ ও আন্দোলনকারীরা।
অভিযোগ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা গত জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা চালিয়ে আতঙ্ক ছড়ালেও, মামলার নাম থাকা সত্ত্বেও অনেকে এখন জকিগঞ্জ শহরে দাপটের সাথে ঘুরে বেড়াচ্ছে।
মামলা আছে, আসামিরা খোলা আকাশের নিচে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হুসেন আহমদ দায়েরকৃত মামলা (নং ৫৩/২০২৪)-তে ৫নং আসামি যুবলীগ নেতা হাসিব (৩৬) ও ৬৭নং আসামি ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর সাহেদ (৩২) প্রকাশ্যেই চলাফেরা করছেন।
একাধিক স্থানীয় বাসিন্দা—পরিচয় প্রকাশ না করার শর্তে—বলেন, “যারা হামলা করেছে, তারাই পুলিশকে নিয়ন্ত্রণ করছে মনে হয়। অথচ মামলার বাইরের নিরীহদের ধরা হচ্ছে!”
এতে পুলিশের নিরপেক্ষতা নিয়ে উঠছে বড় প্রশ্ন। জনমনে তৈরি হয়েছে ভয়—‘ডেভিল’ নামে পরিচিত এই হামলাকারীরা আইনের ঊর্ধ্বে কিনা?
আস্থা হারাচ্ছে জনতা, তবু পুলিশ বলছে অভিযান চলছে
ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, পুলিশকে বারবার জানানো সত্ত্বেও প্রকৃত আসামিদের গ্রেফতার করা হচ্ছে না। জাতীয় নাগরিক পার্টি (NCP) উত্তর অঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ও আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য আসাদুল্লাহ আল গালিফ জানান, “জুলাই-আগস্টের পর থেকেই সরকারকে জানানো হয়েছে, অস্ত্রধারীদের গ্রেফতার চাই। কিন্তু তদবির আর প্রভাবশালীদের ছত্রছায়ায় আসামিরা আজও ধরা-ছোঁয়ার বাইরে।”
অপরদিকে জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্সী দাবি করেছেন, অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত আছে।
কিন্তু প্রশ্ন থেকেই যায়— আসল আসামিরা ধরাছোঁয়ার বাইরে কেন? আইনের শাসন কি শুধু দুর্বলদের জন্য?