
নিজস্ব প্রতিবেদক:: গোয়াইনঘাটে নিজের মালিকানাধীন ট্রাক্টর দিয়ে জমি হাল চাষের সময় মোড় নতে উল্টে গিয়ে চালক নিহত হন।
নিহত যুবকের নাম আব্দুল মালিক (৩৫), তিনি উপজেলার ৪নং লেঙ্গুড়া ইউনিয়নের গুরুকচি(দারিখাই) গ্রামের রফিক উদ্দীনের ছেলে।
ঘটনাটি ঘটেছে শনিবার (১০ই মে) বেলা আনুমানিক একটা বিশ মিনিটে সদর ইউনিয়নের তিতারাই নামক স্থানে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে আব্দুল মালিক নিজের মালিকানাধীন ট্রাক্টর দিয়ে জমি হাল চাষে যান। সকাল থেকেই মাঠে কাজ করছলেন তিনি। বেলা আনুমানিক একটা বিশ মিনিটের সময় মোড় নিতে গিয়ে হঠাৎ দুর্ঘটনার শিকার হন। পরে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় গোয়াইনঘাট হাসপাতালে নিয়ে যান। পরিক্ষা নীরিক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোয়াইনঘাট ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,যুবক আব্দুল মালিক নিজের ট্রাক্টর দিয়ে জমি চাষ করতে গেলে মোড় ঘুরানোর সময় ট্রাক্টর উল্টে সে দুর্ঘটনার শিকার হয় এবং হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আমরা তার সুরতাহল রিপোর্ট তৈরি করে পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের হাতে হস্তান্তর করেছি।