• ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

সিলেটের কৃতি সন্তান হাবিব’র পৃষ্ঠপোষকতায় কাতারে সপ্তাহব্যাপী ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন 

sylhetcrimereport
প্রকাশিত মে ১৭, ২০২৫
সিলেটের কৃতি সন্তান হাবিব’র পৃষ্ঠপোষকতায় কাতারে সপ্তাহব্যাপী ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন 
নিজস্ব প্রতিবেদক:: কাতার বসবাসরত বাংলাদেশীদের মিলন মেলায় প্রচন্ড উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছ  আবু নাখলা গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৫।
সপ্তাহব্যাপী ১৬টি দলের অংশগ্রহণে দেশটির রাজধানীর দোহার আবু হামুর আল জাজিরার পাশের মাঠে সিলেটের গর্বিত প্রবাসী হাবিবুর রহমানের পৃষ্ঠপোষকতায় খেলাটি অনুষ্ঠিত হয়।
কাতারে প্রবাসরত বাংলাদেশীদের নিয়ে সিলেটের কৃতি সন্তান হাবিবুর রহমান এর এমন আয়োজন বিভিন্ন পেষার রেমিট্যান্স যোদ্ধাদের আনন্দঘন এক মুহুর্ত উপহার দিয়েছে। খেলা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠান শুক্রবার  (৯ই মে) খেলা পরিচালনা কমিটির সভাপতি ও হারিছ চৌধুরী ফাউন্ডেশনের সভাপতি হাসান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সোহেল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কাতারস্থ বাংলাদেশ রাষ্ট্রদূত নাসির উদ্দিন।
উক্ত খেলায় ১৬ টি দলের উত্তেজনাপূর্ণ পারফরম্যান্স মুগ্ধ করেছে দর্শনার্থীদের। সর্বশেষ চ্যাম্পিয়নের শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামে। ম্যাচের আকর্ষণীয় দুটি দল। দর্শকদের টান টান উত্তেজনার মধ্য শিরোপা অর্জন করে ই,ফ,এ চট্টগ্রাম।
খেলা শেষে রাষ্ট্রদূত চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার ও ম্যাডেল তুলে দেন। এসময় আরো উপস্থিত ছিলেন , সাংবাদিক আমিনুল হক আজল, আহমেদ নবী নোমান প্রমুখ।