• ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

কানাইঘাটে গণপিটুনির শিকার আফসর চেয়ারম্যান

sylhetcrimereport
প্রকাশিত মে ১১, ২০২৫
কানাইঘাটে গণপিটুনির শিকার আফসর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের কানাইঘাট সদর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আফসর উদ্দিন নিজ ইউনিয়ন জনগণের গণপিটুনির শিকার হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার বাদ জোহর স্থানীয় ইউনিয়নের চটিগ্রাম জামে মসজিদের কাছে বাকবিতন্ডায় জড়িয়ে স্থানীয়দের রোষানলে পড়েন আওয়ামী লীগের এই নেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা যায় এলাকার লোকজন তাকে গণপিটুনি দিয়ে টানাহেঁচড়া করে সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদের বাড়িতে নিয়ে আটকে রাখেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরও এক ভিডিওতে আফসরকে স্বীকার করতে শুনা যায় সাবেক চেয়ারম্যানকে অপদস্ত করতে নানা উপায়ে চল-চাতুরীর কথা।

পরে পুলিশ এসে আফসর উদ্দিনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আওয়াল জানান, নিরাপত্তার স্বার্থে আফসর উদ্দিন চেয়ারম্যানকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগুলো খতিয়ে দেখা হচ্ছে।

কানাইঘাট উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক চেয়ারম্যান মামুন রশীদ জানান, এলাকাবাসী আফসর চেয়ারম্যানকে আমার বাড়িতে নিয়ে এনে আটকে রাখে। পরে পুলিশ এসে তাকে নিয়ে যায়।

ভিডিও দেখতে ক্লিক….