• ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ক্ষমতার ছায়ায় প্রতারণা? সাবেক পিপি মিসবাহ সিরাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

sylhetcrimereport
প্রকাশিত মে ১৯, ২০২৫
ক্ষমতার ছায়ায় প্রতারণা? সাবেক পিপি মিসবাহ সিরাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
সিকারি ডেস্ক।।
প্রভাব, পরিচয় আর রাজনৈতিক ছত্রছায়া ব্যবহার করে প্রতারণার এই অভিযোগ উঠল এবার সিলেটের প্রভাবশালী সাবেক এক পিপি ও আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।
রোববার (১৮ মে) সিলেট প্রেসক্লাব মিলনায়তনে এক আবেগঘন সংবাদ সম্মেলনে শাহীন আহমদ নামে এক ভুক্তভোগী অভিযোগ করেন, “ভরসা করেছিলাম প্রতিবেশী হিসেবে, আজ আমি প্রতারিত—আর অপরপক্ষ প্রভাবশালী বলে কেউ কিছু বলতেও সাহস করে না।”
অভিযোগের তীর সাবেক পিপি ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজও তার ভাই শামসুল ইসলাম, শায়েস্তা মিয়া ও ভাতিজা জাহিদ হাসান রেজার দিকে।
শাহীন জানান, ২০২৩ সালের সেপ্টেম্বরে ৬ শতক জমি কেনার চুক্তি হয় প্রতারণার অভিযোক্ত পরিবারের সঙ্গে। অ্যাডভোকেট মিসবাহের মৌখিক নিশ্চয়তায় এবং প্রতিবেশী সম্পর্কের ভরসায় তিনি প্রথমে ২ লাখ টাকা ব্যাংক ট্রান্সফার করেন, পরে দেন নগদ ৫৩ হাজার টাকা।
তারপর? শুরু হয় নাটকের নতুন পর্ব।
রেজিস্ট্রির কথা বলে সময়ক্ষেপণ, জমির কাগজে অসংগতির অজুহাত, এবং শেষে টাকা ফেরতের বদলে হুমকি-ধামকি। “আমাকে বলা হয় মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেবে, কথা বললেই বিপদ”, বলেন শাহীন আহমদ।
প্রশ্ন উঠছে—সাবেক পিপি মিসবাহ সিরাজ কি তার অবস্থান ব্যবহার করে এই প্রতারণাকে আড়াল করতে চাইছেন? শাহীনের অভিযোগে আরও বলা হয়, সিরাজ পরিবার অতীতেও বিতর্কিত ভূমিকা রেখেছে। জমি দখল, টাকা আত্মসাৎ আর স্থানীয় প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে বিপদে ফেলার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
সংবাদ সম্মেলনে শাহীনের পাশে ছিলেন মো. ঈদ্রিস আলী, মো. শাহেদ আলী ও মো. মন্নান মিয়া—যারা প্রত্যক্ষদর্শী এবং ঘটনার ন্যায়বিচার চান।