• ২১শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

পদোন্নতি ও ফুলেল শুভেচ্ছা ভালোবাসায় সিক্ত এসএমপি কমিশনার

sylhetcrimereport
প্রকাশিত মে ২০, ২০২৫
পদোন্নতি ও ফুলেল শুভেচ্ছা ভালোবাসায় সিক্ত এসএমপি কমিশনার

সিকারি ডেস্ক::
অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি লাভ করায় সহকর্মী, অধীনস্থ সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ রেজাউল করিম, পিপিএম-সেবা।

আজ (১৯ মে) সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সিলেট রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মুশফেকুর রহমান তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং এই অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন জানান।

পরে, সিলেট মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তরে পুলিশ কমিশনার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানাতে ছুটে আসেন এসএমপি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ফোর্স সদস্য, এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সকলেই তাঁর পেশাগত নিষ্ঠা, কর্মদক্ষতা এবং প্রশাসনিক দক্ষতার প্রশংসা করে তাঁকে শুভকামনা জানান।