• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

নতুন বাংলাদেশ গড়তে চাই: সিলেটে স্মরণসভায় মির্জা ফখরুল

sylhetcrimereport
প্রকাশিত জুলাই ৭, ২০২৫
নতুন বাংলাদেশ গড়তে চাই: সিলেটে স্মরণসভায় মির্জা ফখরুল

সিকারি ডেস্ক:: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “কথা বলার রাজনীতি শেষ, এখন সময় কাজের। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ফসলই আজকের মুক্তি। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই।”

সোমবার (৭ জুলাই) বিকেলে সিলেট শহরের একটি হোটেল মিলনায়তনে সিলেট জেলা বিএনপি আয়োজিত এক স্মরণ ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণ ও তাদের পরিবারকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয়।

বক্তব্যে মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, “গত ১৫ বছরে ফ্যাসিস্ট শাসনে প্রায় ২০ হাজার মানুষ নিহত হয়েছেন। মাত্র ৩৬ দিনে জুলাই-আগস্টের আন্দোলনে প্রাণ হারিয়েছেন দুই হাজারের বেশি মানুষ। শহীদ পরিবারের পাশে দাঁড়ানো, তাদের পুনর্বাসন ও সন্তানদের শিক্ষার দায়িত্ব এখন আমাদের নৈতিক দায়িত্ব।”

তিনি আরও বলেন, “তারেক রহমান একটি নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চান। যেখানে সকলের জন্য সমান সুযোগ থাকবে। সে লক্ষ্যে আমাদের প্রয়োজন একটি অংশগ্রহণমূলক ও অর্থবহ নির্বাচন এবং জনগণের সরকার প্রতিষ্ঠা।”

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ

স্মরণ সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, ড. এনামুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, এম এ মালিক, ডা. সাখাওয়াত হাসান জীবন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ জি কে গউস, কলিম উদ্দিন মিলন, মিফতাহ্ সিদ্দিকী, নিপুণ রায় চৌধুরী, আবুল কাহের চৌধুরী শামীম, মিজানুর রহমান চৌধুরী এবং সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জেলা উলামা দলের সদস্য সচিব মাওলানা কামাল উদ্দিন।

সিলেট সফরে ব্যস্ত সময়

এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সকালে সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত করেন। দুপুর ১২টায় পাঠানটুলা এলাকায় একটি কমিউনিটি সেন্টারে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।