• ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপন জনগণ মেনে নেবে না: ইসলামাবাদী

sylhetcrimereport
প্রকাশিত জুলাই ৯, ২০২৫
জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপন জনগণ মেনে নেবে না: ইসলামাবাদী

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের উদ্যোগকে ‘জাতীয় স্বার্থ ও ধর্মীয় মূল্যবোধে হস্তক্ষেপ’ আখ্যা দিয়ে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

বুধবার (৯ জুলাই) বিকেলে সিলেট নগরীর হোটেল স্টার প্যাসিফিকের হলরুমে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,

> “জাতিসংঘের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বাংলাদেশে কার্যালয় স্থাপনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা গভীর উদ্বেগজনক। অতীতে দেখা গেছে, আন্তর্জাতিক সংস্থাগুলো ‘মানবাধিকার’ এর নামে ইসলামি শরিয়াহ, পারিবারিক আইন ও ধর্মীয় মূল্যবোধে হস্তক্ষেপ করেছে। এসব হস্তক্ষেপ জাতীয় সার্বভৌমত্বের ওপর আঘাত এবং মুসলিম সমাজের ধর্মীয় অনুভূতির পরিপন্থী। তাই বাংলাদেশের জনগণ এটি মেনে নেবে না। অবিলম্বে এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানাই।”

এসময় তিনি মাদরাসা শিক্ষাব্যবস্থাকে ঘিরে সেক্যুলার ব্যক্তিত্ব শারমিন এস. মুরশিদের বক্তব্যেরও তীব্র সমালোচনা করে বলেন, “তার মন্তব্য ছিল চরম আপত্তিকর। আমরা এই বক্তব্যের নিন্দা ও ধিক্কার জানাই এবং তার পদত্যাগ দাবি করছি।”

পরিচিতি সভায় সভাপতিত্ব করেন মহানগর শাখার সভাপতি মাওলানা মুশতাক আহমদ খান। সভা পরিচালনা করেন মহানগর সাধারণ সম্পাদক হাফেজ আসজাদ আহমদ ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ শামিম আহমদ।

সভায় হেফাজতে ইসলামের মহানগর শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেন সাধারণ সম্পাদক মাওলানা আসজাদ আহমদ। কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, দাওয়াহ সম্পাদক, আইন সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন হেফাজতের কেন্দ্রীয়, মহানগর ও জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় আলেম-উলামারা। বক্তব্য দেন মাওলানা রেজাউল করীম জালালি, মাওলানা মাসুক উদ্দিন বড়বাড়ি, মাওলানা ক্বারী মুজাম্মিল হোসাইন চৌধুরী, মাওলানা খলিলুর রহমান, মাওলানা গাজী রহমতুল্লাহ, মাওলানা মুখলিছুর রহমান রাজাগঞ্জী, মাওলানা তাজুল ইসলাম হাসান, মাওলানা শায়খ সাইফুল্লাহ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ইসলাম, দেশ ও জাতির স্বার্থে হেফাজতের অবস্থান স্পষ্ট। ইসলামি শিক্ষার ওপর আঘাত বা বিদেশি চাপ কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলেও মন্তব্য করেন তারা।