• ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

সিলেটে আষাঢ়ের টানা বৃষ্টি, দিনভর ভোগান্তি পোহাচ্ছে মানুষ

sylhetcrimereport
প্রকাশিত জুলাই ১০, ২০২৫
সিলেটে আষাঢ়ের টানা বৃষ্টি, দিনভর ভোগান্তি পোহাচ্ছে মানুষ

সংগৃহিত

সিকারি ডেস্ক:: মৌসুমি বায়ুর প্রভাবে গত দুদিন ধরে সিলেটে থেমে থেমে বৃষ্টি ঝরছে। মঙ্গলবার সকাল থেকে বৃষ্টিতে সিলেটে তাপমাত্রাও অনেকটা কমেছে। ভ্যাপসা গরমের অস্বস্তি থেকেও মিলেছে সাময়িক স্বস্তি।

সিলেটের আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটে ১৭.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেটে ২১.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ বৃষ্টিপাত আজ বৃহস্পতিবারও অব্যাহত থাকতে পারে। তবে আগামীকাল শুক্রবার বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমতে পারে।

এদিকে বুধবার ভোর থেকে টানা বৃষ্টির কারণে সড়কে রিকশা অটোরিকশা অন্যান্য দিনের তুলনায় কম ছিল। এতে বিপাকে পড়েন কর্মজীবী মানুষ। বিশেষ করে শিক্ষার্থী ও অফিসগামীরা পড়েন সীমাহীন বিড়ম্বনায়। কেউ ছাতা হাতে, কেউবা পুরোপুরি ভিজেই গন্তব্যে পৌঁছান।

বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রাজিবুল ইসলাম জানান, ‘বিরতিহীন বৃষ্টিতে ছাতা থাকলেও ভিজে জুবুথুবু অবস্থা। বৃষ্টির কারণে সীমাহীন ভোগান্তিতে পড়েছি। কি আর করবো অফিসে তো যেতেই হবে।’

বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী তালহা জানান, ‘বৃষ্টির কারণে সকালে সড়কে রিকশা কম ছিল। তাই বৃষ্টিতে ভিজে হেঁটে হেঁটে স্কুলে এসেছি।’ সিলেট আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন আকাশের পাশাপাশি দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

একইসঙ্গে অনেক স্থানে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বুধবার সকাল থেকেই সিলেটে গুড়ি-গুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টিপাতের এই ধারা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।