
সিকারি ডেস্ক:: সিলেট সীমান্তে চোরাচালান যেন থামছেই না। দিনে দিনে বেপরোয়া হয়ে উঠছে ভারতীয় চোরাই পণ্যের অবৈধ প্রবাহ। এরই অংশ হিসেবে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি বিশেষ অভিযানে প্রায় অর্ধ কোটি টাকার চোরাই ফেসক্রিম ও ফেসওয়াশসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) দুপুরে জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।আটককৃতরা হলেন— সুনামগঞ্জ জেলার গোলাম কিবরিয়া ওরফে সুলতান (২০) এবং কক্সবাজার জেলার মো. মনির হোসাইন (৩৮)।
পুলিশ জানায়, মঙ্গলবার (৮ জুলাই) সকালে মৌলভীবাজারের সরকারবাজার এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়। এসময় একটি রেফ্রিজারেটর ভ্যানকে থামার সিগন্যাল দিলে চালক পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে সাধুহাটি এলাকায় গাড়িটি আটক করা হয়।
পরবর্তীতে ভ্যানে তল্লাশি চালিয়ে ১৬,১৬৪ পিস ফেসক্রিম ও ১৯২ পিস ফেসওয়াশ উদ্ধার করা হয়। এসব চোরাই পণ্যের বাজারমূল্য প্রায় ৪৯ লাখ ৭৭ হাজার ৩৩৬ টাকা বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে জব্দ করা হয় চোরাচালানে ব্যবহৃত রেফ্রিজারেটর ভ্যানটি।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা এসব চোরাই পণ্য সিলেট সীমান্ত থেকে এনে ঢাকায় পাচারের চেষ্টা করছিল বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে