• ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

সিলেটের সড়কে আর চলবে না লক্কর-ঝক্কর যানবাহন

sylhetcrimereport
প্রকাশিত জুলাই ১৯, ২০২৫
সিলেটের সড়কে আর চলবে না লক্কর-ঝক্কর যানবাহন

সিকারি ডেস্ক:: সিলেট নগরীর প্রধান সড়ক ও মহাসড়কে আর চলতে দেওয়া হবে না মেয়াদোত্তীর্ণ, রংচটা ও পরিবেশদূষণকারী যানবাহন। রোববার (২১ জুলাই) থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নেতৃত্বে শুরু হচ্ছে দিন-রাতব্যাপী বিশেষ এই অভিযান।

এসএমপি সদর দপ্তরে বুধবার (১৭ জুলাই) বিকেলে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম, পিপিএম (সেবা)।

সভায় জানানো হয়, সরকার নির্ধারিত ইকোনমিক লাইফ অনুযায়ী মিনিবাসের সর্বোচ্চ মেয়াদ ২০ বছর এবং ট্রাক ও কাভার্ডভ্যানসহ মালবাহী মোটরযানের মেয়াদ ২৫ বছর। এর পরও যেসব যানবাহন রাস্তায় চলছে, সেগুলোকে অবৈধ হিসেবে চিহ্নিত করে অভিযান চালানো হবে।

শুধু মেয়াদোত্তীর্ণ নয়—রংচটা, অনুমোদনবিহীন, এবং বায়ুদূষণকারী যানবাহনও পড়বে নজরদারির আওতায়। অভিযানের পাশাপাশি চালানো হবে গণসচেতনতামূলক কার্যক্রম।

পুলিশ কমিশনার জানান, “এই পদক্ষেপের উদ্দেশ্য সড়ক দুর্ঘটনা রোধ, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে আনা।”

সভায় অংশ নেন বিআরটিএ সিলেট কার্যালয়ের উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং), এসএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তা, বাস-মিনিবাস মালিক সমিতি, ট্রাক মালিক ও শ্রমিক সংগঠন, সিএনজি-লেগুনা চালক-শ্রমিক ইউনিয়নের নেতারা।

এসএমপি জানায়, নির্ধারিত সময়ের পরও কেউ অবৈধ যান নিয়ে রাস্তায় নামলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।