• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শাবিপ্রবির হল থেকে আবারও অ স্ত্র উ দ্ধা র

sylhetcrimereport
প্রকাশিত অক্টোবর ১১, ২০২৪
শাবিপ্রবির হল থেকে আবারও অ স্ত্র উ দ্ধা র

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছবি : ফাইল ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হলের বিভিন্ন রুমে তল্লাশি চালিয়ে আবারও দেশীয় অস্ত্র ও মদের বোতল উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার সন্ধ্যায় শাহপরান হলের বিভিন্ন রুমে এসব পাওয়া গেছে বলে জানান হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমেদ।

জানা গেছে, শাহপরান হলের বি ব্লকের ৪১৭ নম্বর কক্ষ থেকে একটি জিআইপাইপ, ৪১৯ নম্বর কক্ষ থেকে একটি রড, সি ব্লকের ৪২৩ নম্বর কক্ষ থেকে একটিজিআইপাইপ ও একটি মদের বোতল, সি ব্লকের ৪২৪ নম্বর কক্ষ থেকে এক বস্তা জিআইপাইপ, একটি রামদা, কিছু নেশা সরঞ্জাম, দুটি চাকু, একটি রড, এ ব্লকের ২০২ নম্বর কক্ষ থেকে একটি চাইনিজ কোড়াল ও দুটি জিআইপাইপ পাওয়া গেছে।

গত দুদিন (৮ ও ১০ অক্টোবর) তল্লাশি চালিয়ে এসব অস্ত্র পাওয়া যায়। পূর্বে এসব কক্ষ ছাত্রলীগের নিয়ন্ত্রণে ছিল।

এ বিষয়ে শাহপরান হল প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমেদ বলেন, ‘হলের কয়েকটি কক্ষ পরিষ্কার করতে গিয়ে অস্ত্রগুলো পাওয়া গেছে। আমাদের ধারণা, অন্যরুম গুলোতেও এরকম অস্ত্র রয়েছে। আমরা সব রুমে তল্লাশি করে প্রশাসনকে জানাব। এরপর প্রশাসন যে সিদ্ধান্ত নিবে আমরা সে অনুযায়ী কাজ করব।’

গত ১৭ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শাহপরান হলের কয়েকটি কক্ষে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশি মদের বোতল, দুটি অস্ত্র উদ্ধার করেছিলেন শিক্ষার্থীরা।

 

সিলেট ক্রাইম রিপোর্ট/সানজিদা