
সিকারি ডেস্ক:: সিলেট সীমান্ত থেকে বিপুল পরিমান চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) আজ শুক্রবার (১ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে প্রতাপপুর, সংগ্রাম, সোনালীচেলা, বাংলাবাজার ও নোয়াকোট বিওপির দায়িত্বাধীন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি।
অভিযানে ভারত থেকে চোরাইপথে আসা বিপুল পরিমাণ স্মার্টফোনের ডিসপ্লে, থ্রিপিস, গরুর মাংস, চিনি, টমেটো, মদ এবং বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে শিং মাছ উদ্ধার করা হয়। এছাড়াও অবৈধভাবে পাথর উত্তোলন কাজে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ১ কোটি ৫৩ লাখ ৯৬ হাজার টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে আমাদের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এই অভিযান তারই ধারাবাহিক অংশ।”
বিজিবি জানায়, আটককৃত মালামালের বিষয়ে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।