• ২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে নয়শ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

sylhetcrimereport
প্রকাশিত আগস্ট ২, ২০২৫
এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে নয়শ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিকারি ডেস্ক:: সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের নিয়মিত চেকপোস্ট অভিযানে ৯০০ (নয়শত) গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে থানার এসআই (নিঃ) আতিকুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের কেওয়াছড়া এলাকায় চেকপোস্ট পরিচালনা করেন। চেকপোস্টে সন্দেহভাজন হিসেবে থামানো হয় মোঃ আনোয়ার হোসেন (৩২) নামের এক ব্যক্তিকে। পরে তার দেহ তল্লাশি করে ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আনোয়ার হোসেনের বাড়ি সিলেটের এয়ারপোর্ট থানাধীন ঘোড়ামারা এলাকায়। তার পিতার নাম আব্দুল গণি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এসএমপি মিডিয়া জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।