• ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

টালিউডের সিনেমায় শে*খ হাসিনা?

sylhetcrimereport
প্রকাশিত আগস্ট ১৪, ২০২৫
টালিউডের সিনেমায় শে*খ হাসিনা?

সংগৃহিত

সিকারি ডেস্ক::  টালিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রক্তবীজ ২’র প্রথম ঝলক এখন প্রকাশ্যে। যেখানে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উঠে এসেছে বাংলাদেশ-ভারত প্রসঙ্গ। অর্থাৎ প্রথম সিনেমার কাহিনি অনুসরণ করেই এগোবে শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায় পরিচালিত সিনেমার গল্প।

আজ বৃহস্পতিবার প্রকাশিত টিজারে আভাস পাওয়া যায় যে, পর্দায় থাকছে বাংলাদেশ-ভারতের কূটনৈতিক ও রাজনৈতিক টানাপোড়েন। প্রথম দৃশ্যেই শোনা যায়, ‘যতবার ভারত এবং বাংলাদেশ কাছাকাছি এসেছে, ততবার মাথাচাড়া দিয়ে উঠেছে উগ্র সন্ত্রাসবাদ।’

এরপরই নারীকণ্ঠে ভেসে আসে বিপরীতমুখী সংলাপ, ‘কোথাও যা সন্ত্রাস, অন্য কোথাও হয়তো সেইটাই সংগ্রাম।’এর আগে, সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত ‘রক্তবীজ’ মুক্তি পেয়ছিল ২০২৩ সালে। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী। এবার দ্বিতীয় কিস্তিতেও তারা থাকছেন। নতুন মুখ হিসেবে হাজির হচ্ছেন অঙ্কুশ হাজরা ও কৌশানী মুখোপাধ্যায়।

‘রক্তবীজ’-এ ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের চরিত্রটি মূলত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের আদলে তৈরি। অন্যদিকে, এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ‘ব্যান্ডিট কুইন’খ্যাত অভিনেত্রী সীমা বিশ্বাস। কারও কারও মতে, তার চরিত্রটি বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছায়া অবলম্বনে তৈরি।শিবপ্রসাদ-নন্দিতা ভক্তরা ধারণা করেছিল, প্রথম সিনেমার তুলনায় ‘রক্তবীজ-২’ নাকি আরও বেশি অ্যাকশনে ভরপুর। টিজারেও তেমনই ইঙ্গিত মিলেছে। আগামী ২৬ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।