• ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

গোয়াইনঘাটে লুকিয়ে রাখা ২৫০০ হাজার ঘনফুট সাদা পাথর জ*ব্দ

sylhetcrimereport
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৫
গোয়াইনঘাটে লুকিয়ে রাখা ২৫০০ হাজার ঘনফুট সাদা পাথর জ*ব্দ

সংগৃহিত

সিকারি ডেস্ক::  সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের বিন্নাকান্দি গ্রাম থেকে লুকিয়ে রাখা আরও ২ হাজার ৫শ’ ঘনফুট সাদা পাথর জব্দ করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) দুপুর বেলা আনুমানিক দেড়টার দিকে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর নেতৃত্বে অভিযান চালিয়ে এই পাথর জব্দ করা হয়।

জানা যায়, শনিবার (১৬ আগস্ট) দুপুর বেলা আনুমানিক দেড়টার দিকে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর নেতৃত্বে একদল পুলিশ ও স্থানীয় প্রশাসন গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের বিন্নাকান্দি গ্রামে পাথর উদ্ধার অভিযান পরিচালনা করে। এসময় তারা বিন্নাকান্দি গ্রামের গাংপাড় রাস্তার পাশে অভিযান পরিচালনা করে  সাদাপাথর থেকে লুট হওয়া আনুমানিক আড়াই হাজার ঘনফুট পাথর জব্দ করে।গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর বিষয়টি নিশ্চিত করে বলেন, এগুলো সাদা পাথরে ফেরত পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।