• ২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজাদ হত্যা মামলার প্রধান আসামি দেলোয়ার গ্রেফতার

sylhetcrimereport
প্রকাশিত আগস্ট ১৯, ২০২৫
আজাদ হত্যা মামলার প্রধান আসামি দেলোয়ার গ্রেফতার

সিকারি ডেস্ক:: সিলেটের এয়ারপোর্ট থানাধীন খাদিম জাতীয় উদ্যানের প্রবেশদ্বারে সংঘটিত আজাদ হত্যা মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

এসএমপি মিডিয়া সেলের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১৮ আগস্ট) মধ্যরাতে এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) জুয়েল চৌধুরীর নেতৃত্বে কানাইঘাট থানার পর্বতপুর গ্রামের হুরুফৌদ পূর্বপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দেলোয়ার হোসেন (২২) কে গ্রেফতার করা হয়। তার বাড়ি গোয়াইনঘাট উপজেলার বিন্নাকান্দি গ্রামে।

পুলিশ জানায়, গত ১২ আগস্ট পূর্ব বিরোধের জের ধরে আব্দুল কাদের আজাদ (২৮) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করে দেলোয়ার। ঘটনার পর সে পালিয়ে যায়। ওই দিনই এয়ারপোর্ট থানা পুলিশ অভিযানে দেলোয়ারের ব্যবহৃত মোটরসাইকেলসহ দুটি মোটরসাইকেল জব্দ করে।

ঘটনার পর নিহতের মা ১৪ আগস্ট এয়ারপোর্ট থানায় দেলোয়ারকে প্রধান আসামি করে একটি অভিযোগ দায়ের করেন। পরে এ ঘটনায় মামলা নং-১২, তারিখ-১৪/০৮/২০২৫ খ্রি:, ধারা ৩২৩/৩২৪/৩০৭/৩০২/৫০৬/৩৪ এ রুজু করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।