
সিকারি ডেস্ক:: সিলেট মহানগর জামায়াতের আমীর মো. ফখরুল ইসলাম বলেছেন, সবধরনের লুটপাটের বিরুদ্ধে বরাবরই সোচ্চার জামায়াতে ইসলামী। সাদা পাথরের ক্ষেত্রেও জামায়াতের অবস্থান অপরিবর্তিত।
তিনি আরও বলেন, সিলেট মহানগর জামায়াতের আমীর মো. ফখরুল ইসলাম ও জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীনের বিরুদ্ধে আনা অভিযোগ উদ্দেশ্য প্রনোদিত ও ভিত্তিহীন।
সিলেট জেলা ও মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ বক্তব্য রাখেন। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট মহানগর জামায়াতের আমীর মো. ফখরুল ইসলাম।
তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করেন, পাথর লুটের দুদকের প্রতিবেদনে জামায়াতের কোনো নেতাকর্মীর নাম না থাকার পরও সংবাদমাধ্যম উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করছে। জামায়াতে ইসলামী দুদকে খোঁজ নিয়েও এ ধরনের কোনো তদন্ত প্রতিবেদনের হদিস পায়নি।
এতে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগর জামায়াতের আমীর মো. ফখরুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি মো. জয়নাল আবেদীন, মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী এবং নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল।
এ সময় সিলেট জেলা ও মহানগর জামায়াতে ইসলামী পক্ষ থেকে সাদা পাথর লুটে আসল জড়িতদের খুঁজে বের করার জন্য সরকার ও সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানান সিলেট মহানগর জামায়াতের আমীর মো. ফখরুল ইসলাম।