
সিকারি ডেস্ক:: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে তীর শিলং জুয়ার বোর্ড থেকে দুই জুয়াড়িকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) নগরীর মদিনা মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার বরন্তর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে মো. রাসেল আহমদ প্রকাশ রাফি (২৬) ও হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার কুশিয়া খাগাউড়া এলাকার মৃত মোহাম্মদ আব্বাসের ছেলে ইদন মিয়া (২৮)।
জানা গেছে, মঙ্গলবার নগরীর কোতোয়ালী মডেল থানাধীন মদিনা মার্কেটস্থ আক্তার গ্রান্ড হোটেলের পাশের গলির ভেতরে অভিযান পরিচালনা করে ওই দুই জুয়াড়িকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তীর শিলং জুয়া খেলার নগদ ১ হাজার টাকা জব্দ করা হয়। উক্ত ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে তীর শিলং জুয়ার বোর্ড থেকে দুই জুয়াড়িকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।