
সিকারি ডেস্ক:: বর্ডার গার্ড বাংলাদেশ জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অভিযানে জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদকসহ বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) ১৯ বিজিবির এক প্রেস রিলিজে জানানো হয়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) দায়িত্বাধীন সিলেট জেলার কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপি’র একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্তের শূন্য লাইন থেকে ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কানাইঘাট পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবির টহলদল মালিকবিহীন অবস্থায় ভারতীয় আই বল চকলেট ৩,৯০০ পিস, কিটক্যাট চকলেট ৫০৪ পিস, ডেইরি মিল্ক চকলেট ৩৯,৩৬০ পিস এবং চোরাচালানীর কাজে ব্যবহৃত ১টি টাটা পিকআপ জব্দ করে।
বিজিবি জানায়, জব্দকৃত চকলেট ও পিকআপের সিজারমূল্য ২৭ লক্ষ ৮৮ হাজার ১৪০ টাকা।
এ ছাড়া শুক্রবার (৫ সেপ্টেম্বর) জৈন্তাপুর, লালাখাল, গুয়াবাড়ী ও লক্ষীবাজার বিওপি’র একটি আভিযানিক টহলদল জৈন্তাপুর ও জকিগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ৪৭ বোতল, গরু ৬টি, জিরা ২৩৯ কেজি এবং বেটনোভেট ক্রিম ৫,০৪০ পিস জব্দ করতে সক্ষম হয়।
জব্দকৃত এসব পণ্যের সিজারমূল্য ১৪ লক্ষ ৭৩ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। উভয় অভিযানের মাধ্যমে জব্দকৃত পণ্যের সর্বমোট সিজার মূল্য ৪২ লক্ষ ৬১ হাজার ৯৪০ টাকা।
এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার পিএসসি বলেন, সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালানবিরোধী অভিযান চলমান রয়েছে এবং এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত পণ্য কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।